শিবচরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
মাদারীপুরের শিবচর উপজেলায় আজ সোমবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জানান, আজ বেলা সাড়ে ৩টার দিকে কাজিহাট-শিবচর সড়কের ভদ্রাসন এলাকায় যাত্রীবাহী একটি বাসের ওপর একটি গাছ পড়ে। এতে অপর একটি বাস আটকে পড়ে। এ কারণে ওই বাসটি একটি সরু সড়ক দিয়ে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর বাসটি খাদে পড়ে যায়। এতে বাসচালকের সহকারী মিরাজুল ইসলাম (২২) বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আহত হন আরো ২০ যাত্রী। আহত মিরাজুলকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।