খালেদা জিয়া যথারীতি খাবার খাচ্ছেন : আইজিপি
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে নিয়মিত খাবার যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার যেভাবে নেওয়া হতো, সেভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। তিনি যথারীতি খাবার খাচ্ছেন এবং তিনি যথারীতি সুস্থ আছেন বলে আমরা জানি।’
আজ শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করার অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। দুষ্কৃতকারীদের ধরতে সহযোগিতা করার জন্য অনুষ্ঠানে পুলিশের ২৫ সদস্যের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া হয়।
সম্প্রতি আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের দেওয়া ‘এনকাউন্টারের ব্যবস্থা করা হবে’ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা পুলিশ-প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা এড়িয়ে যান।
রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে পুলিশ গ্রেপ্তার বাণিজ্য করছে–সাংবাদিকদের এমন অভিযোগের উত্তরে আইজিপি বলেন, ‘এ ধরনের অভিযোগ খতিয়ে দেখছি। তবে অভিযোগ সুনির্দিষ্ট না হয়ে ঢালাওভাবে করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি, প্রমাণ পেলে ব্যবস্থা নেব।’