বান্দরবান জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
মো. কাওছার সোহাগকে সভাপতি এবং জনি সুশীলকে সাধারণ সম্পাদক করে সম্মেলনের দেড় মাস পর বান্দরবান জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিদ্দিকী নাজমুল আলম গত রোববার স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ সম্পাদক নাজমুল অনুমোদিত কমিটির তালিকা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার দুপুরে নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে সদ্য বিলুপ্ত ছাত্রলীগের বান্দরবান জেলা কমিটির সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ বলেন, ‘চলতি বছরের ৬ জুন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অপ্রীতিকর ঘটনার কারণে গত রোববার ছাত্রলীগের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মো. কাওছার সোহাগ এবং সাধারণ সম্পাদক জনি সুশীলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কল্যাণে কাজ করবে- এটাই আমাদের প্রত্যাশা।’
জেলা ছাত্রলীগের নতুন সভাপতি মো. কাওছার সোহাগ বলেন, ‘আমার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের সদস্যদের সঙ্গে সংগঠনকে আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।’
গত ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে বান্দরবানে স্থানীয় রাজারমাঠে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের একাংশের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় ২০ জন আহত এবং চারটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনসহ থানায় চারটি মামলা হয়। হামলার সঙ্গে জড়িত থাকা অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ২১ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। কারাভোগ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বহিষ্কৃত সাত নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন।