ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ির ধীরগতি রয়েছে। ঈদে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে যাওয়ায় এ ধীরগতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম জানান, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস ও পুংলী এলাকায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ওজনস্কেলের কাজে ধীরগতির কারণে ওই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। একই কারণে সকালে বঙ্গবন্ধু সেতু থেকে হাতিয়া পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।