খালুর বিরুদ্ধে ধর্ষণে মামলা স্কুলছাত্রীর
চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যার রেশ না কাটতেই টাঙ্গাইলের সখিপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তার খালু ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে তার খালু সমেজ হোসেনের (৩৫) বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণের মামলা করেছে।
মামলাটি আমলে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে (১৪) ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর অভিযোগ, প্রায় দুই মাস আগে বিদ্যালয়ে যাওয়ার পথে সখিপুরে বনের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করেন তার খালু। গত ৭ জুলাই বাড়িতে একা পেয়ে ঘরের ভেতর ঢুকে দ্বিতীয় বারের মতো তাকে তার খালু ধর্ষণ করেন। আর এ কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
পরে মা-বাবার কাছে ঘটনাটি খুলে বললে তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রউফ তালুকদারকে জানান। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার করার চেষ্টাও হয়। কিন্তু ন্যায়বিচার না পাওয়ার ভয়ে অবশেষে ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ছাত্রীর মায়ের অভিযোগ, বিদ্যালয়ে যাওয়ার পথে প্রথমবার ধর্ষণের শিকার হওয়ার পর তার মেয়ে আর বিদ্যালয়ে যেতে চায়নি।
ইউপি সদস্য আবদুর রউফ তালুকদার বলেন, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, এলাকায় তার একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে। অভিযোগের পর তাঁকে ডাকা হয়েছিল কিন্তু সাড়া দেননি।
এ ব্যাপারে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। ডাক্তারি পরীক্ষা করতে মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।