রূপগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কেন্দুয়া এলাকার আবদুল হামিদের ছেলে কবির হোসেন ও আব্দুল করিমের ছেলে ইসমাইল হোসেন।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের মধ্যে আরিফ হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত নছিমন ও ট্রাক আটক করেছে।