নেত্রকোনায় শিশু হত্যায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনার আটপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে এক শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।একই সাথে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরো এক বছরের কারাভোগ করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ চৌধুরী জানান, দণ্ডাদেশপ্রাপ্ত আটপাড়া উপজেলার কোট্রাকান্দা গ্রামের মো. বুলু শেখ (৪২) পলাতক।এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার নথি থেকে জানা গেছে, আটপাড়ার করিম মিয়ার সাথে ভুলু শেখের জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০৩ সালের ৭ ডিসেম্বর বিকেলে বাউহলা হাওরে গরু চড়ানোর সময় করিম মিয়ার মেয়ে রিক্তাকে (১০) ভুলু শেখ হত্যা করে স্থানীয় ব্যাঙ্গাইল নদীতে লাশ ফেলে রাখেন। হত্যার পাঁচ দিন পর নদীতে ভেসে উঠলে রিক্তার লাশ উদ্ধার করে পুলিশ।
একই বছরের ১৭ ডিসেম্বর রিক্তার বাবা করিম মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় ।
মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন সাফায়েত আহমেদ খান।