মৌলভীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলার মারকুনায় পুকুরের পানিতে সাঁতার কাটতে গিয়ে জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতের চাচা কামাল আহমদ জানান, জান্নাতের মা-বাবা লন্ডনপ্রবাসী। তাঁরা ঈদের কয়েকদিন আগে বাংলাদেশে আসেন। পরিবারের অজান্তে পুকুরে পানিতে সাঁতার কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির সামনে পুকুরে জান্নাতের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন সেটি উদ্ধার করে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) পলাশ রায় জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।