পুলিশের হাতে আটক আসামি গুলিবিদ্ধ
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় অস্ত্র উদ্ধারের সময় আইয়ুব আলী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
কালুখালী থানা পুলিশের দাবি, আইয়ুব আলী কালুখালীর দামুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন ডাকাত। গুলি তাঁর পায়ে লেগেছে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, আইয়ুব আলীকে গতকাল রাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আইয়ুবকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সে সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের কালীবাড়ীর গড়িয়ানা নতুন প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মেহগনি বাগানে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে পুলিশকে অস্ত্র বের করে দেন আইয়ুব। এর একপর্যায়ে আশপাশে লুকিয়ে থাকা আইয়ুবের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পরে পুলিশও পাল্টা পাঁচটি গুলি ছোড়ে।’ তিনি আরো জানান, উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫টি গুলি বিনিময় হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আইয়ুবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নূরে আলম জানান, এ ঘটনায় ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন চার পুলিশ। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) অপূর্ব, তাজউদ্দিন, মৃত্যুঞ্জয় এবং কনস্টেবল আশরাফুল।
ওসি নূরে আলম জানান, ‘আইয়ুব আলীর বিরুদ্ধে কালুখালী, পাংশা ও পাবনার আমিনপুর থানায় চারটি ডাকাতি মামলা আছে। এ ছাড়া ২০১০ সালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়ি ঠেকিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে পাংশা থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।’