নেত্রকোনায় ইয়াবাসহ আটক তিন
নেত্রকোনায় ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে শহরের সাতপাই এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করে মডেল থানা পুলিশ।
ইয়াবা বড়িসহ পুলিশ আটক করেছে শহরের নাগড়া এলাকার সঞ্জয় সাহা বাবু (৩০), পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা গ্রামের হযরত আলী (৬৫) ও তাঁর ছেলে বিপ্লবকে (২৫)। পুলিশ দাবি করেছে এ তিন ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপাই এলাকায় উপপরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই তিন ব্যক্তিকে আটক করার পর তল্লাশি চালিয়ে ৬০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাছুদুল আলম আরো জানান, মঙ্গলবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আটক তিন ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা আছে বলে মাছুদুল আলম জানান।