রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল শুরু
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। আজ শনিবার দুপুর ২টা থেকে ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
গতকাল শুক্রবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগর ইউনিয়নের রহনপুর গ্রামে রেললাইনের ফিসপ্লেট কেটে ফেলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটির গতি কম থাকায় এতে কেউ আহত হয়নি। ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে রাজশাহীসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম এনটিভি অনলাইনকে জানান, লাইনের ওপর থেকে ট্রেনটি সরানোর পর শনিবার দুপুর ২টা থেকে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আব্দুল করিম বলেন, শনিবার বেলা দেড়টার দিকে লাইনচ্যুত হওয়া শেষ বগিটি উদ্ধার করে ললিতনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে লাইনটি মেরামতের কাজ শেষ করা হয়। এর আগে বেলা ১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ৩৬৫ নম্বর ট্রেন ছাড়া হয়। বেলা ২টার দিকে ট্রেনটি দুর্ঘটনাকবলিত স্থানটি পার করে। এরপর থেকেই চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহীসহ সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।