টাঙ্গাইলে জেএমবির ‘সদস্য’ দুই ভাই রিমান্ডে
টাঙ্গাইলে এলেঙ্গায় জঙ্গি সংগঠন জেএমবির ‘সদস্য’ মাসুম (৩০) ও তাঁর ভাই খোকনকে (৩৫) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কান্তি দাস এ আদেশ দেন।
আদালতে আসামিদের করে হাজির পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুই ভাইকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালায় র্যাব। আজ এখান থেকে সাতজনের মৃত উদ্ধারের কথা জানানো হয়েছে।
এর আগে কালিহাতী থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে।
আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, কালিহাতী থানার পুলিশ দুপুরে জেএমবি দুই সদস্য মাসুম ও খোকনকে আদালতে হাজির করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গতকাল মঙ্গলবার কালিহাতী থানায় সন্ত্রাস দমন আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে র্যাব। সেখান থেকে একটি ড্রোন ও বেশ কয়েকটি চাপাটি, দুটি কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।