মুন্সীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে একটি পুকুর থেকে নিজামউদ্দিন (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকার সেলিমের পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। নিহত নিজামউদ্দিন মালিপাথর এলাকার প্রয়াত কালাচাঁন মিয়ার ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মালিপাথর এলাকার সেলিমের পুকুরে বিকেলে শিশু নিজামউদ্দিনের লাশ ভেসে ওঠে। পরে পুলিশে খবর দেওয়া হলে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ জানান, শিশুটির পরিবারের কেউই মৃত্যুর ঠিক কারণ বলতে পারছে না। এ বিষয়ে তদন্ত চলছে।