শিমুলিয়া-কাওরাকান্দি রুটে রো রো ফেরি চলাচল বন্ধ
পদ্মার পানি কমে যাওয়ায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে রো রো ফেরি চলেনি।
এই রুটে তিনটি রো রো ফেরি নিয়মিত চলাচল করত। সেগুলো চলাচল বন্ধ হওয়ার পরও ১৪টি মাঝারি, ছোট, কে-টাইপ ও টানা ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, রো রো ফেরি চলাচলের জন্য সাড়ে সাত ফুট পানির গভীরতা প্রয়োজন। বর্তমানে গভীরতা সাত ফুট থাকায় সেগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম জানান, রাত ২টা থেকে রো রো ফেরিঘাট ছাড়েনি। পদ্মায় আংশিক নাব্যতা সংকটে পানির গভীরতা কমে গেছে।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং নৌ-শাখা) সুলতান আহমেদ ফোনে এনটিভি অনলাইনকে জানান, রো রো ফেরি বন্ধ আছে, এটা ঠিক নয়। তীব্র স্রোতের কারণে রাতে ফেরি নির্দিষ্ট পথে চলাচল করতে না পারায় হয়তো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সঠিকভাবে ড্রেজিং না করায় ফেরি চলাচল বন্ধ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সুলতান আহমেদ বলেন, ‘যারা বলে সঠিকভাবে করছি না, তাদের এসে করতে বলেন। তারাও তো নৌ মন্ত্রণালয়ের আন্ডারে (অধীনে) কাজ করে। তিনটি টাগবোট একসঙ্গে বেঁধে ড্রেজিং করা হচ্ছে। দিন-রাত ড্রেজিং করছে।’ তিনি বলেন, একদিক দিয়ে ড্রেজিং করা হচ্ছে, অন্যদিকে স্রোতের কারণে তীরের বালু এসে নদীতে পড়ছে। এতে নাব্যতা কমে যাচ্ছে।