ময়মনসিংহে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত
ময়মনসিংহে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। আটক করা হয়েছে সেলিম নামের অন্য এক ছিনতাইকারীকে। শনিবার রাত ২টার দিকে শহরের ভাটিকাশর পাদ্রিমিশন এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ এক নম্বর ফাঁড়ির টাউন উপপরিদর্শক (টিএসআই) আব্দুল কাদের খান এনটিভি অনলাইনকে জানান, শনিবার রাতে একদল ছিনতাইকারী ব্যবসায়ী আব্দুল ওহাবকে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থলে গেলে পুলিশকে দেখে ছিনতাইকারীরা ছুরি নিয়ে তেড়ে আসে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শটগানের গুলি ছুড়লে এক ছিনতাইকারী নিহত হয়। ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করে পুলিশ।
আহত ব্যবসায়ী ওহাব জানান, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২৮ হাজার টাকা ও একটি মোবাইলফোন সেট ছিনিয়ে নেয় এবং তাঁকে ছুরিকাঘাত করে।