অপহরণের একদিন পর শিশু ‘উদ্ধার’
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের শিশু শেখ ইব্রাহীমকে (৯) অপহরণের ২৪ ঘণ্টা পর ‘উদ্ধার’ করা হয়েছে।
ইব্রাহীমের বাবা শেখ তারা মিয়া অভিযোগ করেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয় ইব্রাহীম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইব্রাহীমকে ফিরে পান তিনি। ইব্রাহীম গোবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
তারা মিয়া জানান, ইব্রাহীম নিখোঁজ হওয়ার পর গতকাল বুধবার রাতে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি সিরাজদিখান থানায় জানানো হয়। পুলিশ অপহরণকারীদের মুঠোফোন নম্বরটি ট্র্যাকিং করে। এতে পুলিশ অপহরণকারীদের সব তথ্যই পেয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, এ ব্যাপারে গ্রামের বেশির ভাগ মানুষ ইব্রাহীমের ফুপাতো ভাই পাভেলকে সন্দেহ করে। পরে তাঁরা পাভেলকে আটক করে। পরে পাভেলের মুঠোফোনে অপহরণের সঙ্গে যুক্ত অন্যদের নম্বর পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা করে ইব্রাহিমকে সিরাজদিখানে নিয়ে যায় অপহরণকারীরা। ইব্রাহিম জানিয়েছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে অটোরিকশায় তুলে দেয় অপহরণকারীরা। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল জানান, ‘মোবাইল ট্র্যাকিং করে পাভেলকে আটক করা হয় ও ইব্রাহীমকে উদ্ধার করা হয়। অন্যদের আটকের চেষ্টা চলছে।’