কুমিল্লায়ও ট্রেনের ধাক্কা অটোকে, নিহত ২
গাজীপুরের পর কুমিল্লায়ও ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওই দুর্ঘটনায় মারা গেছেন আবুল খায়ের (৩২) ও মাসুদ রানা (২৮)। উভয়ই উপজেলার টঙ্গিরপাড় গ্রামের বাসিন্দা।
লাকসাম জংশন রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না বলেও তিনি জানান।
এর আগে গাজীপুরের ঢাকা-জয়দেবপুর রেলপথের হায়দরাবাদ এলাকায় ডেমু ট্রেন একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে টেনে দুমড়ে-মুচড়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই আটজন নিহত হন।