বান্দরবানে সাধারণ সম্পাদককে বহিষ্কার করল জেলা আ. লীগ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা মারমার সভাপতিত্বে সভায় কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৬৩ জনের সম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। সভায় কাজী মজিবুর রহমানও উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, গত ৬ জুন স্থানীয় রাজারমাঠে জেলা ছাত্রলীগের সম্মেলনে কাজী মজিবুরের নির্দেশে লাঠিসোঁটা নিয়ে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা হামলা চালায়।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় এর আগে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান এ কে এম জাহাঙ্গীর।
গত ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে বান্দরবানে স্থানীয় রাজারমাঠে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ, যুবলীগের একাংশের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় ২০ জন আহত এবং চারটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনসহ চারটি মামলা হয়।