৩০ লাখ টাকার ক্ষতি দাবি
ভান্ডারিয়ায় পুড়ে ছাই হলো ৭ দোকান
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দোকান মালিক হারুন-অর-রশিদ ও ফিরোজ খাঁ এনটিভি অনলাইনকে জানান, আগুনে ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা জানান, রাতে ইকড়ি বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।