শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক
বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে রুটে ফেরি চলাচল শুরু করে।
এর আগে সকাল ৭টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম জানান, মুন্সীগঞ্জের লৌহজং চ্যানেলে ড্রেজিং করা ও ড্রেজিংয়ের যন্ত্রপাতি, ট্যাগবোট স্থানান্তর করাতে ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। ফেরিতে যানবাহন লোড করে ঘাটে অপেক্ষা করতে হয়। পরে চ্যানেল থেকে ড্রেজিং যন্ত্রপাতি সরে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।