নাটোরে তিন চালকল মালিককে জরিমানা
নাটোরে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ শনিবার তিনটি চালকল মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সকালে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাল মজুদ ও মূল্য হেরফেরসহ বেশ কিছু অপরাধে নাটোর অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা, রশিদ অটো মিলকে ৫০ হাজার, বনপাড়ার গাজী অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা খান, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেনসহ খাদ্য বিভাগ ও ক্যাব কর্মকর্তারা অংশ নেন।