নাশকতার অভিযোগে নোয়াখালীতে আটক ৫
নাশকতার অভিযোগে নোয়াখালী থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে পুলিশ সুপার ইলিয়াস শরিফ এনটিভি অনলাইনকে বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে, অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে জেলার বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিক্ষোভ মিছিল শেষে তারা এ সময় সড়ক অবরোধের চেষ্টা করে, পুলিশের বাধার কারণে তারা ব্যর্থ হয়।
সকাল ৭ সাড়ে টার দিকে যুবদল নেতা আজিজুর রহমান নান্নু ও নুরুল আমিন মিলনের নেতৃত্বে চৌমুহনী বড় পোল থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় ইটপাঠকেল নিক্ষেপ করে সড়ক অবরোধের চেষ্টা করে যুবদল নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যায়।
একই সময়ে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন ও চাটখিলে উপজেলা সভাপতি আনোয়ার হোসেন- পৌর মেয়র মোস্তফা কামালের নেতৃত্বে হরতাল-অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।