টঙ্গীতে বাসের ধাক্কায় শিশু নিহত
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় শিশু তন্ময় (১২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী। শনিবার বিকেলে টঙ্গীতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তন্ময়ের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। সে টঙ্গী থানাধীন পাগাড় এলাকায় থাকত।
টঙ্গী থানা পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তন্ময় নিহত হয় এবং দুজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।