শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের দীর্ঘ সারি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের আজ শুক্রবারও দীর্ঘ সারি দেখা দেয়। ঈদের ছুটি শেষে বিকেল দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা যায়।
এ সময় শিমুলিয়া থেকে ঢাকার বিভিন্ন পথের বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাঁদের বাসে উঠতে হয়। কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন।
আনন্দ ও আপন পরিবহনের কাউন্টার কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে অনেক যাত্রী এসে পড়ায় এই সংকট দেখা দেয়। ঢাকাতে যাত্রী নামিয়ে অনেক বাস প্রায় ফাঁকা হয়ে শিমুলিয়া ঘাটে চলে আসে। তাই ভাড়া একটু বেশি নিতে হচ্ছে।
শিমুলিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, যাত্রীরা ঢাকায় যাওয়ার জন্য পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে জড়ো হন। একসঙ্গে কয়েক হাজার যাত্রী জড়ো হওয়ায় বাস সংকটে পড়েন। অপেক্ষা করতে হয় অনেক সময়। তবে যাত্রীদের নিরাপত্তায় পুলিশ রয়েছে।