মজুদ করে চালের দাম বৃদ্ধি, নাটোরে ৪ মিলকে জরিমানা
মজুদের মাধ্যমে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির দায়ে নাটোরের গুরুদাসপুরে চারজন মিল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকার চারটি মিলে অভিযান চালান। এ সময় দীর্ঘদিন মজুদ রেখে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সততা রাইস মিল, চৌধুরী অটো রাইস মিল, এম ট্রেডিং রাইস মিল ও জাহাঙ্গীর চালকলের মালিককে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।