শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথ
ফেরির তলায় ফাটল, অল্পের জন্য রক্ষা
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথের ফেরি ফরিদপুরের তলায় আজ শুক্রবার ফাটল দেখা দেয় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২৫টি ছোট-বড় গাড়ি ও চার শতাধিক যাত্রী।
যাত্রীরা জানান, ফেরি ফরিদপুর কাওরাকান্দি থেকে শিমুলিয়ায় আসছিল। বিকেল সাড়ে ৫টায় ফেরিটি শিমুলিয়া ঘাটের কাছাকাছি পৌঁছালে এর তলায় ফাটল দেখা দেয় ও ভেতরে পানি ঢুকতে থাকে। এতে যাত্রীদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়। তবে ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে নোঙর করে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর বলেন, ‘সামান্য ফাটল দিয়ে ফেরির ভেতরে পানি ঢুকেছিল। সমস্যা হয়নি। ফেরিটি ভালোভাবে ঘাটে ভিড়তে পেরেছে। আমরা ফেরিটির মেরামতের ব্যবস্থা করছি।’