কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পলাশ মালিথা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙ্গাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
urgentPhoto
পুলিশের দাবি, পলাশ মালিথা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে ১০-১২টি মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, পলাশ মালিথা মিরপুরের আমলা খামারপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যা, অস্ত্র আইনে দুটি, বোমাবাজি ও চাঁদাবাজির দুটি মামলাসহ এক ডজন মামলা রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, রাতে ভাঙ্গাবটতলা এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দড়ি বেঁধে একদল চরমপন্থী ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশ তাদের ঘিরে ধরে। এ সময় সেখানে থাকা চরমপন্থী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, একটি শাটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।