পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধে ভাঙন
অবিরাম বর্ষণ ও পাহাড়ি পানির ঢলে ফেনীর মুহুরী নদীর সাহাপুর ও দৌলতপুর পয়েন্টে ১৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ি পানির তোড়ে এই দুটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এ সময় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী জানান, সাহাপুরের ভাঙনকবলিত স্থান দিয়ে প্রবাহিত পানির তোড়ে একটি বাড়ির ঘর ও গাছপালা বিলীন হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হলে ভাঙনকবলিত স্থানগুলো মেরামত করা হবে।
অপরদিকে ফেনী পৌর এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিভিন্ন পয়েন্টে খাল ও নর্দমার দোকানপাট নির্মাণের কারণে শহরের একাডেমি রোড, জেল রোড, হাসপাতাল রোড, শহরের গুরুত্বপূর্ণ গাছপালাসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।