মৌলভীবাজারে আটক ২, অস্ত্র-বোমা জব্দ
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে গতকাল দিবাগত রাতে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২০টি ককটেল, নয়টি পেট্রলবোমা ও কয়েকটি ধর্মীয় বই জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের কাছন মিয়া ও বেকামোড়া গ্রামের নূর আহমদ।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে আটক দুজনকে হাজির করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল সাংবাদিকদের জানান, সরকার বাজারের নাসিরনগর এতিমখানার পাশে কয়েকজন নাশকতার প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে কাছন মিয়া ও নূর আহমদকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২০টি ককটেল, নয়টি পেট্রলবোমা ও কয়েকটি ধর্মীয় বই জব্দ করা হয়। তাঁদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।