মংলায় কাজ ব্যাহত, নিরাপদ আশ্রয়ে জেলেরা
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শনিবার ভোর থেকে মংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহন কাজ ব্যাহত হচ্ছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় ইলিশ মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা দুবলার চরসহ সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।