আ. লীগ নেতার ওপর হামলা : গৌরীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোরশেদুজ্জামান সেলিমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ এনটিভি অনলাইনকে জানান, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের নিজ বাসা থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুন রাতে উপজেলা সদরের ধানমহালে সাবেক ছাত্রলীগ নেতা নিজামুদ্দিন বাবুলের বাসায় রাজনৈতিক সহকর্মী বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মোরশেদুজ্জামান সেলিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সেলিম বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ছয়জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। আসামিরা হলেন উপজেলার পূর্ব দাপুনিয়া গ্রামের বাসিন্দা ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন (২৮), মামুদনগর গ্রামের জিল্লুর (২২), পশ্চিম দাপুনিয়া গ্রামের সুখ মিয়া (২৩), কলাবাগান গ্রামের আকাশ (২৪), বোকাইনগর গ্রামের আশিক (২০) এবং মামুদনগর গ্রামের সালামের ছেলে আশরাফুল (২০)।