নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনা শহরের রাজুর বাজার শান্তিনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে অনয় নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শান্তিনগর গ্রামের হুমায়ুনের ছেলে অনয় (৩) সন্ধ্যার সময় বাড়ির পাশে খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিরর ও এলাকার বাসিন্দা আমির বাশার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।