নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ রোববার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম ইয়ব আলী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, পেশায় রিকশাচালক ইয়ব আলী তাঁর স্ত্রীকে ঢাকায় নিয়ে যৌন পেশায় নিযুক্ত করার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে স্ত্রীকে মারপিট করেন তিনি। এমন অবস্থায় তাঁর স্ত্রী সিংড়া উপজেলার বিলদহর গ্রামে ফিরে আসেন। পরে ২০০৩ সালের ১২ ডিসেম্বর ইয়ব আলী স্ত্রীর কাছে ফিরে আসেন এবং ওই রাতেই স্ত্রীকে হত্যা করে লাশ কাথা দিয়ে জড়িয়ে ফেলে রেখে পালিয়ে যান।