মংলায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
বাগেরহাটের মংলায় নবনির্মিত শেখ আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে শহরের কুমারখালী এলাকায় পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ আবদুল হাইয়ের বাড়ি সংলগ্ন নিজ জমিতে এ ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগদলীয় স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সাবেক পৌর মেয়র শেখ আবদুস সালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী প্রিন্স।
মংলা পৌরসভার প্রয়াত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শেখ আবদুল হাইয়ের নামে স্কুলটির নামকরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হয়েছে। চলতি বছরেই ভর্তি কার্যক্রম শেষে বিদ্যালয়টিতে শিক্ষাদান শুরু হয়েছে।