নাটোরে শিশু হত্যায় দুজনের যাবজ্জীবন
নাটোরের সিংড়ায় শিশু মিম আক্তারকে (৯) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। তাঁরা হলেন রফিকুল ইসলাম ও আবু সাঈদ।
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ মামলায় আবু সাঈদের স্ত্রী আয়শাকে খালাস দিয়েছেন আদালত।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামের নুরাজিৎ প্রামাণিকের শিশুকন্যা মিম আক্তারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর প্রতিবেশী রফিকুল ইসলাম ও আবু সাঈদ তুলে নিয়ে যান। পরে শিশুকে হত্যা করে তার শরীরে থাকা সব গহনা খুলে নিয়ে লাশ স্থানীয় একটি ডোবায় ফেলে দেন। তিন দিন পর ডোবা থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ ঘোষণা করেন।