হিলিতে নাচের প্রতিযোগিতা ‘নূপুরের ছন্দে’ অনুষ্ঠিত
দিনাজপুরের হিলিতে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উত্তরবঙ্গের নৃত্যশিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নূপুরের ছন্দে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের সব জেলা থেকে নৃত্যশিল্পীরা অংশ নেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক মুকুল হোসেন। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম।