গৌরীপুরে যুবলীগ নেতা কারাগারে
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা মামলার প্রধান আসামি পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদনের শুনানির দিন ২৯ জুলাই ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, শনিবার মেহেদী হাসান মিথুনকে গৌরীপুর শহরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহের দ্রুত বিচার ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করা হয়। রিমান্ডের জন্য ২৯ জুলাই শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ১৯ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোরশেদুজ্জামান সেলিমকে কুপিয়ে জখম ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় ছয়জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে পূর্ব দাপুনিয়া গ্রামের বাসিন্দা গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুনকে (২৮)। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুরের মামুদনগর গ্রামের জিল্লুর (২২) ও আশরাফুল (২০), পশ্চিম দাপুনিয়া গ্রামের সুখ মিয়া (২৩), কলাবাগান গ্রামের আকাশ (২৪) ও বোকাইনগর গ্রামের আশিক (২০)।