ছিটমহলে জরিপ : নিবন্ধন বিষয়ে আপত্তির শেষ সময় ৩১ জুলাই
ছিটমহলের যেসব নাগরিক ভারতের নাগরিক হতে আগ্রহী, যৌথ জরিপের নিবন্ধন বিষয়ে যদি তাঁদের কোনো আপত্তি থাকে তবে তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে হবে। লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান এক নোটিশের মাধ্যমে জানিয়েছেন, নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাতে হবে।
আজ রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে থাকা দুটি ভারতীয় ছিটমহলে গিয়ে ইউএনও, যৌথ জরিপে অংশ নেওয়া তত্ত্বাবধায়ক ও জরিপকারীরা সংশ্লিষ্টদের হাতে হাতে ওই নোটিশ দিয়েছেন।
গত শনিবার লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমানের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, গত ৬ থেকে ১৬ জুলাই অনুষ্ঠিত যৌথ জরিপে জেলার অভ্যন্তরে থাকা ৫৯টি ভারতীয় ছিটমহলের ১৯৫ জন ভারতীয় নাগরিকত্ব পেতে নিজেদের নাম নিবন্ধন করেছেন। নিবন্ধনকারী এসব মানুষদের কারো কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ জুলাই বিকেল ৫টার মধ্যে স্ব স্ব ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। ওই সময়ের পরে আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া জরিপে যাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য নিজেদের নাম নিবন্ধন করেননি, তাঁরা ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে আজ রোববার বিকেলে হাতীবান্ধার অভ্যন্তরে থাকা ১৩৫ ও ১৩৬ নম্বর উত্তর গোতামারী ছিটমহলে গিয়ে দেখা যায়, হাতীবান্ধার ইউএনও মাহবুবুর রহমান, যৌথ জরিপে অংশ নেওয়া বাংলাদেশি জরিপকারী ও তত্ত্বাবধায়কদের একটি দল ছিটমহল দুটির ভারতীয় নাগরিকত্ব চাওয়া বাসিন্দাদের মধ্যে ওই নোটিশ বিতরণ করছেন। এ সময় ভারতের নাগরিকত্বের জন্য নিবন্ধন করেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদল করে বাংলাদেশেই থেকে যাবেন বলে মাহবুবর রহমান ও রাশেদুল ইসলাম নামের দুই ব্যক্তি ইউএনওকে জানান। পরে নির্ধারিত ফরমে তাঁদের স্বাক্ষর নেওয়া হয়।
এদিকে বিকেলে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, ২০১১ সালে অনুষ্ঠিত যৌথ জনগণনায় বাদ পড়া ভারতীয় ছিটমহলের বাসিন্দারা ১ আগস্ট থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হবেন।