ভোলায় বিএনপিকর্মী আটক
নাশকতার আশঙ্কায় ভোলা থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন সকাল থেকে ভোলায় হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। তবে গতরাতে শহরের সদর রোড, বরিশালের মোড়, গাজীপুর রোড, মহাজনপট্টিসহ বিভিন্ন জায়গায় অন্তত নয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
শহরের বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আভ্যন্তরীণ রুটে পুলিশি পাহারায় বাস ও লঞ্চ চলাচল করছে।