ময়মনসিংহে ট্রলার ডুবি : নিখোঁজ দুজনের মৃতদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রলার ডুবিতে নিখোঁজ তিন যাত্রীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে একজন।
নিখোঁজ গৃহবধূ শিউলির (৩২) মরদেহ আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গফরগাঁওয়ের দত্তের বাজার এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম এনটিভি অনলাইনকে জানান, দত্তের বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে শিউলির মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগে গত শনিবার সকালে পাগলা থানাধীন চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে গলাকাটা খেয়াঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন তিন যাত্রী গৃহবধূ শিউলি (৩০), মনিরুজ্জামান মনির (১৩) ও মুন্নি (১২)। রোববার মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। এখনো নিখোঁজ আছে মুন্নী।