শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার ভোররাত ৪টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর রমনা থানার কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪২) ও প্রাইভেটকার চালক আব্দুস সালাম (৪০)। আহত ব্যক্তিরা হলেন নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন (৩৮), ছেলে মো. রাতুল (০৮) ও ভাগ্নে মো. আসলাম (৩৫)। চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগরের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, মায়ের মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্ময়কান্দি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কনস্টেবল রাজ্জাক। ভোরে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজ্জাক ও প্রাইভেটকারের চালক সালামের মৃত্যু হয়। আহত হয় রাজ্জাকের পরিবারের তিনজন।
নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।