ফেনীতে মুহুরী নদীর বাঁধের তিন স্থানে ভাঙন
ফেনীর মুহুরী নদীর বাঁধের আরো তিনটি স্থান ভেঙে গেছে। এ নিয়ে বাঁধের পাঁচটি স্থানে ভাঙন সৃষ্টি হলো। এদিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানের পানি ভাটির দিকে নেমে আসায় ফেনী সদর, ছাগলনাইয়া উপজেলার ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত এক হাজার ১০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জানিয়েছেন।
এ ছাড়া দাগনভূঞা উপজেলার সিলোনিয়া নদীর জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে ফেনী শহরের জলবদ্ধতা চরম আকার ধারণ করেছে। প্রধান সড়কে যান চলাচল দুরূহ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে জনগণ।