সোমেশ্বরীর চরে বসে মাসিক সমন্বয় সভা
অন্যান্য উপজেলার মতো নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা এত দিন উপজেলা পরিষদ মিলনায়তনে হয়ে আসছিল। এবার চার দেয়ালের মিলনায়তন ছেড়ে খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরীর বুকে জেগে উঠা বিশাল চরের অবকাশ কেন্দ্রে ওই সভা হয়েছে। চরের উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় আর পশ্চিমে রয়েছে স্রোতশ্বিনী নদী সোমেশ্বরী।
আজ সোমবার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুখলেছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তারা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা হয়।
দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান জানান, এই ব্যতিক্রম স্থানে এ মাসিক সমন্বয় সভার মূল কারণ হচ্ছে উন্নয়ন ভাবনায় নতুন কিছু সংযোজন করা। পর্যটন ও অবকাশ কেন্দ্র স্থাপনের জন্য এবং একটি পিকনিক স্পট নতুন করে সাজাতে সব দপ্তরের চিন্তার ঐকমত্য তৈরি করে উপজেলা পরিষদের ভাবনাগুলো পরিষদের সহযোগিতায় পর্যায়ক্রমে এ কাজগুলো বাস্তবায়ন করা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দুর্গাপুর একটি পর্যটন এলাকা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং নিরাপদে অবস্থান ও চলাচলের জন্য আমাদের সবার এই ব্যতিক্রমী উদ্যোগ।
দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ কামাল হোসেন দেশের পর্যটকদের আমন্ত্রণ জানান গারো পাহাড়ের পাদদেশে সৌন্দর্যের লীলাভূমি সোমেশ্বরীর তীরে জেগে উঠা এই বালুচরে। এই স্থানে এসে যেন সবাই বেড়িয়ে যান, প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থান হাতছানি দিয়ে ডাকছে, ভ্রমণ পিপাসু সবাইকে আহ্বান জানাচ্ছে আসুন সৌন্দর্য উপভোগ করুন।