গজারিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার মহিউদ্দিন ওরফে চেকার মহিউদ্দিন নামের একজনকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার গভীর রাতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জিএমআই সিএনজি স্টেশনের সাদা রঙের একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো-খ-১১-২০৮০) থামতে সংকেত দেন ডিবি পুলিশের সদস্যরা। এ সময় চালক সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ গাড়ির পেছনে ধাওয়া করে আটক করে।
সূত্র আরো জানায়, গাড়িটি আটক করার পর চালক মো. মহিউদ্দিনের (৩০) দেহ তল্লাশি করে দুটি গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৫০০ ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন গজারিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেছেন।
আব্দুল্লাহ আল-মামুন জানান, মহিউদ্দিনকে অস্ত্র মামলায় সাত দিনের ও মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।