এনটিভির কুমিল্লা প্রতিনিধি অসুস্থ , দোয়া কামনা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জালাল উদ্দিন গুরুতর অসুস্থ। মাইল্ড স্ট্রোক করে তিনি এখন কুমিল্লা ডিএইচ হাসপাতালে চিকিৎসাধীন।
জালাল উদ্দিনের স্ত্রী অ্যাডভোকেট নিগার সুলতানা জানান, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হঠাৎ করে জালালের বাঁ হাত-পা এবং মাথায় ব্যথা অনুভূত হয়। কিছুক্ষণ পর স্থানগুলো অনুভূতি শূন্য বলে মনে হতে থাকে। এ অবস্থায় তাঁকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানা যায় জালালের মাইল্ড স্ট্রোক হয়েছে।
বর্তমানে জালাল কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান চিকিৎসক নাজমুল হোসেন চৌধুরী এবং কুমিল্লা ডিএইচ হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
জালাল উদ্দিনের বড় ভাই ডা. মো. ফরিদ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা জালালের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।