ফুলগাজীতে বন্যার উন্নতি, দাগনভূঞায় অপরিবর্তিত
ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও দাগনভুঞা উপজেলার পরিস্থিতি অপরিবর্তিত আছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ফুলগাজী উপজেলার বন্যাকবলিত ১০টি গ্রামের ঘরবাড়ি থেকে পানি নেমে যেতে শুরু করায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহিদুর রহমান জানিয়েছেন, ৫০০ দুর্গত পরিবারকে ১০ কেজি করে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
এদিকে উজানের পানি ভাটির দিকে নামতে থাকায় ফেনী সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল সোমবার দাগনভূঞা উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত ছিল। আজ মঙ্গলবার আরো পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড, ফেনীর নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানিয়েছেন, বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে। এ ছাড়া ফেনী শহরের রাস্তা থেকে পানি নেমে গেলেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আজ মঙ্গলবার সদর উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।