নেত্রকোনা শহরের ভগ্ন সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কসহ সব সড়ক অবিলম্বে সংস্কার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে পৌরবাসী।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মোক্তারপাড়া প্রেসক্লাব মোড়ে স্থানীয় এনজিও জনউদ্যোগের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
মানববন্ধন চলার সময় বক্তব্য দেন জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ফ ম রফিকুল ইসলাম আপেল, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাইফুল্লাহ এমরান, এ কে এম আবদুল্লাহ, আলপনা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা নেত্রকোনা পৌরসভার সব সড়ক শিগগিরই নির্মাণ করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান।