মেহেরপুরে হত্যা মামলার আসামি বোমা বিস্ফোরণে আহত
মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম আকালী (৪৫) বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান ডাকঘরের পেছনে এই ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম মেহেরপুর পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলাসহ চারটি বিস্ফোরক মামলার আসামি। তাঁর বাড়ি মেহেরপুর জেলা শহরের গোরস্থানপাড়ায়।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পরে জেলার প্রধান ডাকঘরের পেছনে পরপর দুটি বোমার শব্দ শোনা যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, বোমা বিস্ফোরণের ঘটনা শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, দুটি হত্যাসহ চারটি মামলার আসামি রফিকুল ইসলাম। ধারণা করা হচ্ছে, বোমা বহনকালে বিস্ফোরিত হয়ে তিনি আহত হয়েছেন। এই ঘটনায় রফিকুল ইসলামকে আটক দেখানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে।