খাগড়াছড়িতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এলাকা থেকে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারের একটি পানের দোকান থেকে কেয়াংঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমাকে একটি পিস্তল, দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এর পর বিশ্বজিৎকে মহালছড়ি থানায় নেওয়া হয়েছে। অস্ত্র আইনে তাঁর বিরূদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।