বেনাপোলে ৭১০ কচ্ছপ আটক
বেনাপোলের সীমান্তবর্তী বোয়ালিয়া বাজার থেকে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ বুধবার দুপুরে এসব কচ্ছপ আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির এই কচ্ছপের চালানটি বেনাপোল হয়ে ঢাকায় যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
কমান্ডিং অফিসার আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০টি বস্তায় ৭১০টি কচ্ছপ আটক করা হয়।
কচ্ছপগুলো যশোর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।